বগুড়ার শেরপুরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।