ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট এলাকা থেকে গৌরীপুর পর্যন্ত সাত ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল ভোর ৪টা থেকে যানজটের সৃষ্টি হয়ে বেলা ১১টা পর্যন্ত পাঁচ কিলোমিটারজুড়ে এ যানজট ছিল।
যাত্রী ও পরিবহন চালক সূত্র জানায়, শীতকালের শেষ দিকের ঘন কুয়াশার কারণে মহাসড়কে রাতে যানবাহন ধীরগতিতে চলাচল করায় এ যানজটের সৃষ্টি। ওসি আবু ওবায়েদ বলেন, রাতে ঘন কুয়াশায় ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। এতে এ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।