শেরপুরে ধান খেতে পানি দিতে গিয়ে সেচপাম্পের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার কৃষক আকরাম হোসেন (৪৫) ও নাওভাঙ্গা চরের কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৩)। শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।