নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় স¤পৃক্ততার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে করে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়। এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই বিএনপি নেতা।