লক্ষ্মীপুরের রামগতিতে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল ভোরে উপজেলার রামগতি বাজারে এই ঘটনা ঘটে। এতে দুটি আংশিক ও ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান রয়েছে। একই দিন দুপুরে পটুয়াখালী শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার পাশে আগুনে পুড়ে গেছে আধাপাকা ২৩টি বসতঘর।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া পটুয়াখালী শহরের চরপাড়ায় আগুনে আধাপাকা ২৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পটুয়াখালী সদর ফয়ার সার্ভিস ও নদী (নৌ) ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার রেজওয়ান জানান, দুটি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া সঠিকভাবে এখনই বলা সম্ভব নয়।