মুন্সিগঞ্জের গজারিয়ায় দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে এক কাঠ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ওই কাঠ ব্যবসায়ী গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছিনতায়ের শিকার ওই ব্যবসায়ীর নাম ইয়াজ উদ্দিন (৬২)। তিনি ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী ইয়াজ উদ্দিন ও স্থানীয়রা জানান, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মোহাম্মদ আলী প্রধান প্লাজা থেকে কাঠ ক্রয়ের জন্য ২ লাখ টাকা নিয়ে বের হন ওই ব্যবসায়ী। এ সময় বাসস্ট্যান্ড সংলগ্ন আবদুল্লাহপুর গ্রামের রাস্তায় চার ছিনতাইকারী তার পথরোধ করে। তাদের মধ্যে একজন ইয়াজ উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।