মাদক কারবারিদের গ্রেপ্তার ও বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন মোহাম্মদ আলী, মঞ্জু মিয়া, রবিন সেন, আবদুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২ নম্বর রেলগেট এলাকার মাদকের আস্তানার বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান বক্তারা।