সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দোয়া ও গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব বিতরণ করা হয়। জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান সরকার এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। জিয়াউর রহমান জিয়া, আবদুল কাইয়ুম, মোহাম্মদ লিটন এ সময় উপস্থিত ছিলেন।