নাশকতা মামলায় ঝিনাইদহ সদরের তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন। আসামিরা হলেন- সদর উপজেলার সাধুহাটি ইউপির চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউপির সিরাজুল করিম সিরাজ ও হরিশংকরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুম। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।