ভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে গতকাল সকাল ৯টায় সংঘর্ষ শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আটজন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জানা যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানান, তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। তারা এলাকায় ভূঁইয়া ও মাতুব্বর পক্ষ নামে পরিচিত। ভূঁইয়া পক্ষে নেতৃত্ব দেন লুৎফর ভূঁইয়া। মাতুব্বর পক্ষের নেতৃত্বে আছেন মওলাদাত মাতুব্বর। এদের মধ্যে আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ গতকাল উভয় পক্ষের কয়েক শ লোক ঢাল, সড়কি, রামদা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। ২ ঘণ্টার বেশি সময় সংঘর্ষ চলে।