চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুর রহিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতের দিকে শিলকূপ ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রহিম ওই এলাকার বাসিন্দা। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রহিম। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।