নদ-নদী, হাওর, খাল-বিল খনন এবং জলাশয় রক্ষায় এই প্রথম নেত্রকোনায় গণশুনানি হয়েছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের-পাউবো নির্বাহী প্রকৌশলী গতকাল গণশুনানির আয়োজন করেন। উন্মুক্ত আলোচনায় নদ-নদী, হাওর, খাল-বিলের ভয়ংকর পরিস্থিতি উঠে আসে। বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন- কৃষক, জেলে, নদীর তীরবর্তী বাসিন্দাসহ বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।