যাত্রীবেশে মাদক পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ সুরাইয়া আক্তার স্বপ্না (২৫) নামে এক নারী কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাতে পৌর এলাকার পুনিয়াউট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সুরাইয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বাদেদন্তা গ্রামের আজিজুল হকের মেয়ে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুনিয়াউট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।