মাদারীপুর শহরের তরমুগুরিয়া এলাকার কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ ভাই-বোনের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। নিহতরা হলো- বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন লিটন মাতুব্বর। ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে বাসায় ফিরে পাশের কুমার নদে গোসলে যায় তার মেয়ে কুলসুম ও ছেলে মিরাজ। গোসলে নেমে দুপুর ১টার দিকে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই দিন চেষ্টা চালিয়েও তাদের সন্ধ্যান না পেয়ে অভিযান স্থগিত করেন। পরে গতকাল সকালে মিরাজ ও কুলসুমের লাশ কুমার নদের বালু ঘাটেই ভেসে ওঠে। এরপর স্থানীয়রা লাশ উদ্ধার করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজের তিন দিন পর নদী থেকে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে।