ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ফতেহপুর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে কাতান শাড়ি, কসমেটিকস, মেহেদী ও সিগারেট। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।