তিন দিনেও খোঁজ মেলেনি গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের। এ ঘটনায় আতঙ্ক এবং উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। তাদের দাবি অন্তর পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম নিয়ে কথা বলছিলেন। ৮ দফা দাবিতে শুক্রবার দিয়েছিলেন কর্মসূচি। তার আগেই তাকে গুম করা হয়েছে। এ ব্যাপারে অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেন। এদিকে অন্তরের সন্ধান দাবিতে গতকাল দুপুরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা। কলাপাড়া থানার ওসি মাহাম্মদ জুয়েল ইসলাম বলেন, অন্তরকে উদ্ধার করার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চলছে।