ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার ৮৯তম সালানা জলসা আজ বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
কাগতিয়া দরবার শরিফের প্রতিষ্ঠাতা শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মৃতিবিজড়িত এ মাদরাসায় প্রতি বছরই সালানা জলসার আয়োজন করা হয়। জলসায় প্রধান অতিথি থাকবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছিন মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।