পাবনার ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে নাজমুল হুদা নামে এক ইনস্ট্রাক্টরকে মারধর করার অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে। গতকাল দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিসোর্স সেন্টার চত্বরে এ ঘটনা ঘটে। নাজমুল হুদা ওই রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। এলাকাবাসী ও অভিভাকরা জানায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি অনুশীলন করছিল। এ সময় ইন্সট্রাক্টর নাজমুল হুদা ওই ছাত্রীদের শ্লীলতাহানি করে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ওই ইন্সট্রাকটরের কাছে শ্লীলতাহানির বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পরে বিষয়টি জানতে পেরে কয়েকজন অভিভাবক গতকাল বিদ্যালয়ের এসে ওই ইন্সট্রাক্টরকে মারধর করেন।
ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ঘটনায় নাজমুল হোসেন তার ভুল স্বীকার করেন। তবে অভিভাবকরা এসে তাকে মারধরও করেছেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, বিষয়টি শুনেছি। অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।