মাদারীপুরে গলা কেটে ভ্যানচালক এবং নারায়ণগঞ্জে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
মাদারীপুর : শিবচরে মিজান কাজী (২০) নামে এক যুবকের গলা কাটা লাশ গতকাল ভুট্টা খেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মিজান শিবচর উপজেলার পশ্চিম কাঁচিকাটা এলাকার লাভলু কাজীর ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মিজান। গতকাল সকালে স্থানীয় ভুট্টা খেতে তার লাশ দেখে স্থানীয়রা থানায় জানান। নারায়ণগঞ্জ : পারিবারিক কলহের জেরে অঞ্জু বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ফতুল্লার ফজিলপুরে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অঞ্জু ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। অভিযুক্ত স্বামী কবির হোসেনকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। চাঁদপুর : মেঘনা নদী থেকে গতকাল অজ্ঞাত পরিচয় একজনের (পুরুষ) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। তার পরনে কালো প্যান্ট এবং গায়ে রয়েছে আকাশি সাদা প্রিন্টের শার্ট। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।