গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাঁচ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও সমাবেশ করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন ভূঁইয়াকে প্রত্যাহার দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ অব্যাহত রাখবেন গতকাল এমন ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। অধ্যক্ষের কক্ষসহ প্রশাসনিক ভবনে তালাও ঝুলিয়ে দিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। গত বুধবার লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরতদের ওপর জামাল উদ্দিনের নেতৃত্বে বহিরাগতরা হামলা চালায়। এতে অন্তত ১৬ জন শিক্ষার্থী আহত হন।