নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধে ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে দুই ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ গতকাল এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈকত ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেছেন। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো- শহীদুল ইসলাম, আবদুস সালাম, আবদুস সালামের ছেলে আশরাফ, ইব্রাহিম হোসেন ও আবুল কালাম আজাদ।
আদালত সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের ইউনুস আলীর ছেলে ফজলুর রহমানের সঙ্গে শহীদুল ইসলাম ও আবদুস সালামের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০০৭ সালের ২৪ এপ্রিল শহীদুল ও আবদুস সালামের নেতৃত্বে ১৮-২০ জন ফজলুর রহমানের ওপর হামলা চালায়। তারা ফজলুরকে পিটিয়ে হত্যা করে। ওই দিনই ফজলুর রহমানের স্ত্রী হত্যা মামলা করেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তা ২০০৮ সালের ২৪ জুলাই আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বাদীপক্ষ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত সিআইডিকে মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত করে অভিযোগপত্র দেয় ১৯ জনের বিরুদ্ধে।