ময়মনসিংহের ভালুকায় লিপি রানী (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার হাজীর বাজার-নয়নপুর সড়কের স্লুইস গেটের নিচে গতকাল তার লাশ পাওয়া যায়। তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের আনন্দ খলিফার মেয়ে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।