নাটোরের গুরুদাসপুরে ভুল কীটনাশক স্প্রে করায় কৃষকের বাগানের বিপুল পরিমাণ বরই নষ্ট হয়েছে। উপজেলার বেড়গঙ্গারামপুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে নারিকেল কূল চাষ করেছিলেন তিনি। বরইগুলো আকারে ছোট এবং অপরিষ্কার থাকায় ১০ জানুয়ারি কুইক পটাশসহ চার ধরনের কীটনাশক স্প্রে করেন বাগানে। এর এক মাসের মধ্যেই সব বরই ঝড়ে পড়ছে এবং ঝলসে যাচ্ছে। কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।