নেত্রকোনায় স্ত্রী হত্যার অভিযোগে আটক রমজান মিয়াকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ গতকাল এ তথ্য নিশ্চিত করেন। বুধবার ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি শেষে রাতেই জেলহাজতে পাঠানো হয় তাকে। ওই দিন সকালে সদর উপজেলার পোড়াবাড়ি গ্রাম থেকে রমজানের স্ত্রী সালমা আক্তারের (২৪) লাশ উদ্ধার করা হয়। বিকালে সন্দেহজন হিসেবে রমজানকে আটক করে।