ঘন কুয়াশায় গোপালগঞ্জে চার গাড়ির সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও পাঁচজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
গোপালগঞ্জে : গোপালগঞ্জে চারটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন ২০ জন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর দেড় ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
বরিশাল : ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে গতকাল মারা গেছেন বাকিয়ার হোসেন (৩৭)।
বগুড়া : মালতীনগরে গতকাল মারা গেছেন হুমায়রা নামে দেড় বছরের এক শিশু।
সিরাজগঞ্জ : এনায়েতপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন শামীম হোসেন (৩৫) নামে একজন মেরিন ইঞ্জিনিয়ারের।
টঙ্গী : টঙ্গীতে কাভার্ড ভ্যানচাপায় আবদুল কাইয়ুম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি : পাইন্দং-কাঞ্চননগর সড়কে গতকাল ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে তানিয়া আক্তার নামে এক স্কুলছাত্রীর।