নওগাঁয় মাদক মামলায় এক নারীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নওগাঁ জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ওই নারীর নাম মোছা. আরজিনা (৩৫)। তাঁর স্বামীর নাম সজিব মিয়া। আরজিনা পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের জন্টিজাল গ্রামের মজিবর রহমানের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৫-এর রাজশাহী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পোরশার জন্টিজাল গ্রামের মজিবর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে মাদক কেনাবেচার অভিযোগে মজিবর রহমানের মেয়ে আরজিনাকে আটক করে র্যাব সদস্যরা। পরে আরজিনার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির পশ্চিমে ইটের দেয়াল সংলগ্ন মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। এ ঘটনায় পরদিন পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।