অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক, জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা কৃষি অফিসে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই স্মারকলিপি দেয়। এতে উল্লেখ করা হয়, জেলায় সরকারি তালিকাভুক্ত ১২৬টি ইটভাটা রয়েছে। যার ১৬টি ভাটার নিবন্ধন থাকলেও বাকি ১১০টির কোনো নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র নেই। এসব ইটভাটায় কাঠ-কয়লা ব্যাবহার করে ইট পোড়ানোর কাজ করছে।
ইট পোড়ানোর পরে অবশিষ্ট কাঠ-কয়লা কৃষি জমি ও জলাশয়ে ফেলা হচ্ছে। ফলে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ে ফেলার ফলে পানিদূষিত হচ্ছে। ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে, যা আমাদের মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকারক।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, জলবায়ুকর্মী মহিউল মিয়া, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা শাখার সদস্য ফুহাদ ম ল, সিয়াম মিয়াসহ অন্যরা।