হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণে অংশীজন সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। সভার পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সাজেদুর রহমান, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকায় ভাড়া বাসায় অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের।