জুতা না পরে স্কুলে যাওয়ায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রী হাবিবা খান মিষ্টিকে গতকাল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর বাবা প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। হাবিবা খান উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মনিরুজ্জামান খান সেন্টুর মেয়ে।
মিষ্টির পিতা মনিরুজ্জামান খান সেন্টু জানান, ‘আমার মেয়ে রোজা রাখার কারণে শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করায় পায়ে জুতা না পরে স্কুলে যায়। এ কারণে প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান তাকে বেধড়ক মারধর করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ‘ ছাত্র-ছাত্রীদের একেবারে ছেড়ে দিলে হয় না। একটু শাসনও করতে হয়। তাই শাসন করতে যেয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা আঃ হামিদ ভূইয়া কর্মকর্তা বলেন,‘অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’