নাটোরের বড়াইগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড়ে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, রাজ্জাক মোড়ের বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে বড়াইগ্রাম পৌর যুবদলের সহসভাপতি রবিউল করিম রবি ও যুবদল নেতা সুরুজ হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সোহেল রানা, রহমত আলী, মমিন, ইমদাদুল হক ও মানিক আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল বলেন, রবিউল করিম রবি আওয়ামী লীগ দলীয় তার আত্মীয়স্বজন নিয়ে এলাকায় দখল ও চাঁদাবাজি শুরু করলে যুবদল নেতা-কর্মীরা তাকে বাধা দেয়। এ কারণে তিনি ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ যুবদল নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। তবে রবিউল করিম রবির কাছে জানতে চাইলে তিনি দখল ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন।