নিয়ন্ত্রণহীন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, অবৈধ নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্রসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচলে তীব্র যানজট তৈরি হচ্ছে সাতক্ষীরা শহরে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। বেশি বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও হিমশিম খাচ্ছে। স্থানীয়রা জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত যানজট লেগে থাকে শহরে। বিশেষ করে শহরের শহীদ নাজমুল সরণি, শহীদ কাজল সরণি, শহীদ সিরাজ সরণি, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সদর হাসপাতালের খুলনা রাস্তার মোড় থেকে নিউমার্কেট চত্বর হয়ে ইটেগাছা হাটের মোড় পর্যন্ত তীব্র যানজট। এ ছাড়া সাতক্ষীরা-যশোর সড়কের খুলনা রাস্তার মোড় থেকে বাস টার্মিনাল হয়ে সাতক্ষীরা সার্কিট হাউস মোড় পর্যন্ত, নারিকেলতলা-টাউন বাজার ব্রিজ হয়ে পাকাপোল, তুফান মোড়, সুলতানপুরের কেষ্টময়রার মোড়, বড়বাজার মোড়, পাকাপোলের মোড় থেকে শহীদ আবদুর রাজ্জাক পার্ক মোড় হয়ে বকুল তলা পর্যন্তও যানজট তীব্র। পুরাতন সাতক্ষীরা সড়কে বেপরোয়া গতিতে ব্যাটারিচালিত অবৈধ ভ্যান-ইজিবাইক নছিমন, করিমন, মাহেন্দ্র ও ব্যাটারি ও ইঞ্জিনচালিত ভ্যান চলাচল করে।
সরেজমিন দেখা যায়, শহরের নিউমার্কেট, সিদ্দীক সুপার মার্কেট, সংগীতা মোড়, হাটের মোড়ে যানজট লেগেই থাকে। এই সড়কের পাশে প্রাইভেট কার ইজিবাইক, ভ্যান রাস্তার অবৈধভাবে পার্কিং করা থাকে। ফলে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে অনেক সময় মুমূষশু রোগী অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে গেলে ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়তে হয়। এ ছাড়া কাটিয়া টাউন বাজার থেকে আমতলা মোড় পর্যন্ত যেতে সাতক্ষীরা পাবলিক স্কুলের সামনে রাস্তার ওপর প্রতিনিয়ত ট্রাক থেকে বালু আনলোড করে স্তূপ করে রাখা হয়। এতে রাস্তা সরু হয়ে যানজট তীব্র হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। দীর্ঘ যানজটের কারণে ৫ থেকে ১০ মিনিটের পথ যাতায়াত করতে এক ঘণ্টারও বেশি সময় লাগছে। সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত এই সড়কে যাতায়াতে স্কুলগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, যানজট নিরসনে পৌরসভার ভিতরে অবৈধ যানবাহন চলাচল বন্ধে মাইকিং করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে যাননিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে ট্রাফিক পুলিশ।
তবে যানবাহনের অতিরিক্ত চাপে যান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। শহরের যানজট নিরসনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরা পৌরসভা থেকে অনুমোদিত ৬৯৫টি ইজিবাইক ছাড়া অন্য কোনো ইজিবাইক চলতে পারবে না বলে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।