দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পান্না চত্বর ও রেলগেট হয়ে বাজারের মোন্নাকা টাওয়ারের কাছে শেষ হয়।