বাগেরহাটের মোংলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে মোংলা পোর্ট পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
হামলায় আহতরা হলেন- বিএনপির জসিম, মাহাবুব, লিটন ও দিলরুবা এবং আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা ও পারভীন। আহতদের মধ্যে বিএনপির চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত বিএনপির কর্মীরা বলছেন, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়িতে গোপন মিটিং হচ্ছিল এমন সংবাদ পেয়ে সেখানে গেলে তারা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তবে আওয়ামী লীগের আহতরা বলেন, বিএনপির লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।