নরসিংদিতে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া গাজীপুর ও রূপগঞ্জে পুড়ে ছাই হয়েছে ১৫ দোকান। প্রতিনিধিদের খবর-
নরসিংদী : জেলায় একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল দুপুরে সদর উপজেলার শেখেরচরের মেহেরপাড়ার মরিয়ম টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, দুপুরে সদর উপজেলার মরিয়ম টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর : সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় আনোয়ারা বেগম সুপার মার্কেটে গতকাল আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। দোকানগুলোতে গ্যাসের চুলা, সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি হতো।
রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি মার্কেটে গতকাল অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার ভুলতা এলাকার তাতবাজারে একটি দোকান ও ইছাপুরা বাজারের ৯টি দোকান মালামালসহ পুড়ে গেছে।