বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছে। গতকাল সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রাসেল, মেহেদী হাসান, রিমন রহমান কাঞ্চন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিশাল শেখ, দুলাল হোসেন। পুলিশ জানায়, সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।