লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান জাহিদুল। বিয়ে শেষে নববধূকে নিয়ে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। রংপুর মেডিকেল নেওয়ার পথে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ওই যুবকের মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।