বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে লুণ্ঠিত মালামালসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তাররা হলো- জয়পুরহাটের সুলতান, কুড়িগ্রামের মমিনুর রহমান, বগুড়ার মুকুল ইসলাম পটল, আল-আমিন ও লাদেনসহ সাতজন। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গতকাল সকালে সংবাদ সম্মেলনে বলেন, গত ২৮ জানুয়ারি বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। এ ঘটনায় সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ করেন।