জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষে গাইবান্ধায় এক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাইবান্ধা এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা খোরশেদ আলম, ডা. কানিজ সাবিহা, জোবায়ের আলী প্রমুখ।