সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট প্রত্যাহার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা গতকাল দুপুরে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে। মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কমরেড মিহির ঘোষ, আহসানুল হাবীব সাঈদ, গোলাম রব্বানী, রেবতী বর্মণ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেল গেটে এসে শেষ হয়।