সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মুনতাহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মুনতাহা ওই গ্রামের আশিক আলীর মেয়ে। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে পুকুরে শিশু মুনতাহার লাশ ভেসে উঠে। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।