বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটে শনিবার দিবাগত রাতে এ হামলা হয়। রাতেই তাকে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাকিব মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী গ্রামের বিল্লাল খলিফার ছেলে। হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, সাকিব বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। মোরেলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান জানান, অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে। সাকিবের পক্ষ থেকে এখন পর্যন্ত (সন্ধ্যা) থানায় মামলা হয়নি।