চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা। এতে প্রতিনিয়িত দুর্ভোগে পোহাচ্ছেন পৌরবাসী। ঝুঁকি নিয়ে সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা।
জানা যায়, ১৯০৩ সালে ৮ দশমিক ৫৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। বর্তমান এর আয়তন ২৪ দশমিক ৬০ বর্গ কিমি। মোট জনসংখ্যা ২ লাখ ৪৯ হাজার ২৩২ জন। প্রাচীন এ পৌরসভার কাক্সিক্ষত উন্নয়ন হয়নি।
বিভিন্ন সময় যেসব রাস্তা-ঘাট নির্মিত হয়েছে দীর্ঘদিন সংস্কার না করায় সেগুলোরও করুণদশা। সঠিক পরিকল্পনা ও দেখভালের অভাবে অনেক সড়কই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সূত্রমতে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট বিদ্যুৎ অফিস মোড় থেকে মালোপাড়া যাতায়াতের রাস্তার ইট-পাথর উঠে হয়েছে অসংখ্য খানাখন্দ। একই অবস্থা সরকারপাড়া, নয়াগোলা সাতনইল পল্লী বিদ্যুৎ অফিস সড়কটিরও। শিবতলা-টিকরামপুর-রেহাইচর-শ্মশানঘাট সড়কও বেহাল। বড়হাতা রেলক্রশিং থেকে মহাডাঙ্গা সড়কটি চলাচলের অনুপযোগী। এ ছাড়া শহরের প্রাণ কেন্দ্র টেলিফোন অফিস মোড়ের সড়কের কিছু অংশে চলাচল কঠিন হয়ে পড়েছে। সড়কগুলোতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঝুঁকিপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার করা দরকার মনে করেন পৌরবাসী। পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ বলেন, সরকারি বরাদ্দসাপেক্ষে বিভিন্ন সড়ক সংস্কারসহ পাড়া-মহল্লায় নতুন সড়ক নির্মাণ করা হবে।