গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের দাবিতে পিরোজপুরে মানববন্ধনসহ সমাবেশ করেছে সিপিবি। সংগঠনের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতারা গতকাল শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় সরকারের কাছে ১৮ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মোতালেব মোল্লা, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. ফজলুর রহমান, ডা. তপন বসু, বাহাদুর হোসেন, ফরিদ খান প্রমুখ।