নোয়াখালীর জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে ডাচ বাংলা ব্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী ইসমাইল (৪০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল বিকালে। মাইজদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা অভিযান চালিয়ে ব্যাংক ভবনের গ্লাস ভেঙে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় তলায় বিদ্যুতের ডিবি বক্স বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন জানান, এসি ও কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।