মুন্সিগঞ্জের গজারিয়ায় বালু তোলা নিয়ে দুই পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ নদীর পাড় ঘেঁষে বালু তোলায় বাধা দিলে ফাঁকা গুলিবর্ষণ করে ইজারাদারের লোকজন। তাদের হামলায় নাহিদ (২০) নামে এক যুবক আহত হন। গজারিয়া উপজেলার বেরু মোল্লাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে গতকাল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কামাল বলেন, গতকাল সকালে বেরু মোল্লাকান্দি গ্রাম ঘেঁষে প্রায় ২৫-২৬টি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। আমরা বাধা দিলে তারা ফাঁকা গুলিবর্ষণ এবং আমাদের মারধর করে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে ১০টার দিকে পিছু হটে তারা।
এ বিষয়ে ইজারাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবর্ষণের ঘটনা আমার জানা নেই।