কাপাসিয়ায় ওহাব খান খোকা নামে এক ইউপি চেয়ারম্যানকে মারধর করেছে একদল উচ্ছৃঙ্খল যুবক। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। গতকাল বিকালে রাণীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ওহাব খান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি এক সময় জাতীয় পার্টির রাজনীতি করতেন বলে জানা গেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, হামলার শিকার ইউপি চেয়ারম্যান একটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।