স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়ে মহাসড়ক ছেড়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল ঢাকা-পাবনা মহাসড়কের রবীন্দ্র ভবন-৩ এর সামনে মহাসড়ক অবরোধের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী রায়হান উদ্দিন ও মুমিন উদ্দিন মালা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ২০ জানুয়ারি থেকে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিপিপি অনুমোদন হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
তাই প্রত্যক্ষভাবে আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো। ১০ ফেব্রুয়ারির মধ্যে যদি ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি পাসের কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি পালন করা হবে।