নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়াড়ি এবং থাই ভিসা প্রতারক সাহাবুলের দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্য প্রতারকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল স্থানীয় স্টেডিয়ামের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের অন্যতম ও শুরা সদস্য মঞ্জুরুল ইসলাম রতন প্রমুখ।
বক্তারা বলেন, থাই গেম ও ভিসা এখন সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। চক্রটি প্রবাসীদের নিঃস্ব করছে। তাই এ প্রতারক চক্রটির হোতাসহ সব সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রতারক, হোতা ও সদস্যদের গ্রেপ্তার করা না হলে আগামীতে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।