পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আরও দুটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বগা ফেরিঘাট এলাকার আতহার কাজীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ছয়টি ঘর সম্পূর্ণ এবং দুইটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সড়ক না থাকায় ফেরির সাহায্যে ঘটনাস্থলে পৌঁছাতে হয়।