জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্তের দাবিতে গতকাল বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ, সমাবেশ হয়েছে।
বগুড়া জেলা শহরের সাতমাথায় পর্দানশীন নারী সমাজ আয়োজিত সমাবেশে ২ শতাধিক নারী অংশ নেন। সমাবেশে অংশ নেওয়া নারীদের পক্ষে মোছাম্মাত ওয়ালিদা খাতুন বলেন, পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। ১৬ বছরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শুধু তাই নয় শিক্ষাক্ষেত্রেও বঞ্চিত করা হচ্ছে তাদের। পরিচয় যাচাইয়ের জন্য বাধ্যতামূলকভাবে বেগানা পুরুষের সামনে মুখ খুলতে বাধ্য করা হচ্ছে। যা তারা মেনে নিতে পারেন না। চেহারা মেলানোর পদ্ধতি বাতিল করে আঙুলের ছাপে যাচাই পদ্ধতি চালু করতে হবে। সামাবেশ শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের সামনে সমাবেশে বক্তব্য রাখেন- নূরজাহান মতি, মালা খাতুন, মারিয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন, শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দানশীন নারীরা এসব হেনস্তার অবসান চান। পরে নির্বাচন ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর দেন স্মারকলিপি।